বাসে পুলিশের অভিযান, ভারতীয় কম্বল জব্দ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১০ ডিসে ২০২৫, ১২:০২ অপরাহ্ণ


বাসে পুলিশের অভিযান, ভারতীয় কম্বল জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে তামাবিল হাইওয়ে থানা পুলিশের চেকপোস্টে আবারও ধরা পড়েছে ভারতীয় কম্বল । মঙ্গলবার (৯ ডিসেম্বর) ছৈলাখেল এলাকার কাটাগাং নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় জাফলং পর্যটন এলাকা থেকে ছেড়ে আসা সিলেটগানী ঢাকা মেট্রো ব-১৫-৭২০০ নম্বর বাসটি তল্লাশি চালিয়ে ৯৬টি কম্বল জব্দ করা হয়। কম্বলের মালিকানা দাবি করা দুই যাত্রী কোনো ধরনের ক্রয়রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাহনা গ্রামের ওয়াজেল হকের ছেলে আল-আমিন ভুইয়া (৩৪), একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মাহমুদুল হাসান মোহন (৩৯)।

এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার