“বাসা ভাড়া দেওয়া হবে”
২৩ এপ্রি ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ণ

“বাসা ভাড়া দেওয়া হবে”
সিলেট সিটি কর্পোরেশন এর ২৪ নং ওয়ার্ডে মেন্দিবাগ ও উপশহর জি ব্লকের উভয় রাস্তা দিয়ে সোজা চলে আসবেন, “সাদাটির কেন্দ্রীয় জামে মসজিদ” এর সামনে। এখান থেকে সোজা পূর্ব দিকে প্রায় ২০০ ফুট রাস্তা প্রবেশ করে, দক্ষিণের দিকে প্রায় ৭০ ফুট রাস্তা যাবেন। ৭০ ফুট রাস্তা অতিক্রম করার পর পূর্ব দিকে প্রায় ১০০ ফুট যাবেন। বাসাটি ডান দিকে অবস্থিত।বাসার নাম “মিথিলা কটেজ”। উক্ত বাসায় সমপূর্ণ টাইল্সযুক্ত। ৭টি ইউনিট বর্তমানে রেডি। প্রতিটি ইউনিট এ প্রায় ৫৯০ বর্গফুট ব্যবহার যোগ্য। অত্যন্ত মনোরম, শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে বাসযোগ্য। বাসাটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত। প্রতিটি ইউনিটে গ্যাস সিলিন্ডার এর সু-ব্যবস্থা আছে। এখানে ১ মাসের অগ্রীম ভাড়া দিয়ে আপনার জন্য নিরাপদ ঠিকানা নির্ধারন করতে পারেন। ভাড়া প্রতি মাসে মাত্র ৭০০০/- (সাত হাজার) টাকা নির্ধারিত। যোগাযোগের ঠিকানাঃ “মিথিলা কটেজ”, “সাদাটির কেন্দ্রীয় জামে মসজিদ” সংগলগ্ন, মোঃ জামিল হোসেন মোবাইল নং ০১৭৭৫৭১৭৪২৬, সিলেট।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার