স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে বাসা-বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যান চালকরা রাস্তায় নেমেছেন। তারা অভিযোগ করেছেন, স্থানীয় কিছু রাজনীতিক তাদের কাছ থেকে মোটা টাকার চাঁদা দাবি করছেন।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে আবর্জনা বোঝাই কয়েকটি ভ্যান তারা রাস্তার উপর আড়াআড়ি করে রেখে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেন। মিরপুর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ‘সড়ক অবরোধ করা কিছু পরিচ্ছন্নতা কর্মীকে ২০–২৫ মিনিটের মধ্যে পুলিশ তাদের সিটি করপোরেশনের কার্যালয়ে নিয়ে যায়।’
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘ভ্যান চালকদের অভিযোগ, তারা বের হলেই কারা যেন তাদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা চাঁদা দাবি করে। এছাড়া, তারা সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার বাইরে ময়লা ফেলে, যা স্থানীয়রা গ্রহণ করেন না। মূলত এই বিষয়কে কেন্দ্র করে ঝামেলা তৈরি হয়।’
পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ফারুক জানান, তিনি একটি গলির প্রায় ৩৫টি ভবন থেকে ময়লা সংগ্রহ করেন, যা প্রায় তিনশ ফ্ল্যাটের সমান। তিনি বলেন, ‘আমি দিনে দুই-তিনবার ভ্যান দিয়ে ময়লা তুলে আনি। এখন মাস শেষে যদি ৬–৭ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে আমাদের কী খাওয়ার অবস্থা হবে।’
এ ঘটনার সঙ্গে সম্প্রতি কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচির ওপর হামলার ঘটনা সম্পর্কিত চাঞ্চল্যও উল্লেখযোগ্য। ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস ধরে ওই এলাকায় চাঁদাবাজি শুরু হওয়ায় প্রতিবাদে তারা মানববন্ধন আয়োজন করেছিলেন। যদিও হামলায় যুবদলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩