বাবরের মুক্তিতে এখনও বাধা সিলেটের চার মামলা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ জানু ২০২৫, ০৬:৪১ অপরাহ্ণ


বাবরের মুক্তিতে এখনও বাধা সিলেটের চার মামলা

স্টাফ রিপোর্টার:
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ফলে বাবরের মুক্তিতে এখন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সেজন্য বাবর কখন কারামুক্ত হচ্ছেন তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে সিলেটের চারটি মামলার ওয়ারেন্ট প্রত‍্যাহার না হওয়ায় মুক্তি পাচ্ছেন না বাবর।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবির বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি। তবে সব এখনো এসে পৌঁছায়নি। সব নথি হাতে পেলেই নিয়ম অনুযায়ী ওনাকে মুক্ত করা হবে। সিলেটের হবিগঞ্জ ও দিরাই থানার বিচারাধীন চারটি মামলার প্রোডাকশন ওয়ারেন্ট এখনো রয়েছে। কাগজ এলে এবং ওই চার মামলার ওয়ারেন্ট প্রত‍্যাহার হলেই তিনি চলে যেতে পারবেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার