স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপির) সাবেক কমিশনার মো. নিশারুল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মো. নিশারুল আরিফ ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপির) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের তিন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
ধ্যতামূলক অবসরে পাঠানো অন্য তিন কর্মকর্তা হলেন- নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩