বাঘের আক্রমণে আহত অনুকূল হেরে গেলেন মৃত্যুর কাছে
১৮ ফেব্রু ২০২৩, ০১:৩৯ অপরাহ্ণ
বাগেরহাট প্রতিনিধি:
দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন বাঘের আক্রমণে আহত অনুকূল গাইন (৪২)। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন সমকালকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন এই জেলে।
এ সময় অনুকুলের সঙ্গে থাকা মাহবুব নামের এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে খুলনা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমণে অনুকুলের মেরুদণ্ড, পাজড়সহ পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল।
অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন মানসিক প্রতিবন্ধী। এ ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।
নিধির গাইন বলেন, রাতে অনুকূল মারা গেছে। আমরা বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর পরে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার