বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৬ আগ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ণ


বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি। বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে- সেটি পৃথিবীর কোনো দেশে হয়নি।

অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো। এছাড়া যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার