বাংলাদেশের বিপক্ষে ভারতের কৌশল ফাঁস!

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৬ সেপ্টে ২০২৪, ০৩:২৪ অপরাহ্ণ


বাংলাদেশের বিপক্ষে ভারতের কৌশল ফাঁস!

স্পোর্টস ডেস্ক:
হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার।

প্রায় পাঁচ মাস পর আবারও টেস্ট খেলতে নামছে ভারত। ঘরের মাঠে কয়েকদিন পরই শুরু হচ্ছে দুই ম্যাচের বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।

সিরিজকে সামনে রেখে এরই মধ্যে চেন্নাইয়ে অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছে ভারত দল। গত শুক্রবার প্রথমবারের মতো অনুশীলন করে ভারত। ওইদিন ভোরেই লন্ডন থেকে চেন্নাই পৌঁছান দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ।

ক্যাম্পের দ্বিতীয় দিনে প্রথম দিনের মতোই অনুশীলন করেছে ভারত, শুধু একটি বিষয় আলাদাভাবে নজর কেড়েছে। সেই বিষয়টিই সামনে এনেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’। ভারতের অনুশীলন সেশনের একটি ভিডিও শেয়ার করেছে জিও সিনেমা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ‘রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্ভাব্য গেমপ্ল্যান হচ্ছে, যশস্বী জয়সোয়ালকে দিয়ে বোলিং করানো। অনুশীলনে বোলিংকে বেশ গুরুত্ব সহকারেই নিয়েছেন জয়সোয়াল। ব্যাটিং অনুশীলন সেরে তাকে কিছু সময় লেগ স্পিন করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, জয়সোয়ালের বল মোকাবেলা করছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চেন্নাই টেস্টের একাদশে এই তিনজনকেই দেখা যেতে পারে।’

ভারতীয় ক্রিকেটে নতুন নীতি

জয়সোয়াল এর আগে ৯টি টেস্ট ম্যাচে মাত্র ১ ওভার বল করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে রাঁচিতে সেই ওভারে ৬ রান দিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে গত বছরে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ ওভার বল করেছিলেন জয়সোয়াল। সেখানে এই তরুণ তারকার খরচ ১১ রান।

গৌতম গম্ভীরের ভারত দলে ব্যাটারদেরও টুকটাক বল করতে হবে, আস্তে আস্তে এমন নীতি চালু হচ্ছে। জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই রীতি শুরু করেছিলেন সূর্যকুমার যাদব ও রিংকু সিংয়ের মতো তারকারা। ওয়ানডে সিরিজেও এই কৌশল বজায় রেখেছেন রোহিত শর্মা। সোজা কথায় গম্ভীরের দর্শন হচ্ছে- দলের ভারসাম্য বজায় রেখে যথেষ্ট ব্যাটিং ও বোলিং গভীরতা থাকতে হবে।

জানা গেছে, চেন্নাইয়ে লাল মাটির পিচে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ, যেটা বাড়তি সুবিধা দেবে পেসারদের। ২০১৯ সালেও অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এমন পিচ তৈরি করেছিল ভারত। সিরিজে ভারতের স্পিন দায়িত্ব সামলাবেন বিশেষজ্ঞ অশ্বিন ও জাদেজা। তৃতীয় বিকল্প হিসেবেই দেখা হচ্ছে জয়সোয়ালকে।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার