বস্তা মোড়ানো অস্ত্র ও গুলি উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ জানু ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ


বস্তা মোড়ানো অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন কামুদপুর এলাকার একটি বাঁশ ঝাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (৩ জানুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। এসময় প্লাস্টিকের বস্তা মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব। পরে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র‌্যাবের ধারণা।

এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার