বরিশালকে বিদায় করে ‘সেমিফাইনালে’ রংপুর
১২ ফেব্রু ২০২৩, ০৫:২০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :
ফরচুন বরিশালকে বিদায় করে বিপিএল নবম আসরের সেমিফাইনালে রংপুর রাইডার্স।
হারলে বিদায়, জিতলে কোয়ালিয়াফায়ার তথা সেমিফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে বরিশালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের এলিমিটিনেটর ম্যাচে রোববার মিরপুরে মুখোমুখি হয় রংপুর বনাম বরিশাল।
এদিন টস হেরে আগে ব্যাট করে মেহেদি হাসান মিরাজের ৪৮ বলের ৬৯ রানের লড়াকু ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৭০ রান করে বরিশাল।
টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর। দলের জয়ে ৫১ বলে চারটি চার আর সমান ছক্কার সাহায্যে ৭১ রান করেন শামিম হোসেন। ২৯ রান করেন রনি তালুকদার।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার