বদলে গেলেন নুসরাত, লিখলেন ‘নতুন শুরু’

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৮ জানু ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ণ


বদলে গেলেন নুসরাত, লিখলেন ‘নতুন শুরু’

বিনোদন ডেস্ক:
নুসরাত জাহান নাকি প্রচারমুখী! তার নিন্দুকেরা অবশ্য তেমনটাই বলে থাকেন। কিন্তু তিনি সদা পজিটিভ। রোববার ৩২-এ পা দেবেন তিনি। তার আগেই নতুন অবতারে সামনে এলেন নুসরাত। বললেন, ‘‘এ নতুন আমি।’’ কিন্তু কিসের এই বদল, হঠাৎ এমন বদলের প্রয়োজনই বা হল কেন!

আসলে নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে ঘটেছে নুসরাতের। কখনও সমুদ্রপারে, কখনও শহরেই গ্ল্যামারস অবতারে ধরা দিচ্ছেন নুসরাত। আসলে নতুন বছরটা নতুন ভাবেই উপভোগ করতে চান অভিনেত্রী।

 

তিনি নিজের ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘নতুন বছর নতুন শুরু।’’ এই ভিডিয়োয় অভিনেত্রী ফেলে আসা বছরের টুকরো-টুকরো স্মৃতিকেই কোলাজ করেছেন। কিন্তু তার জীবনে কী বদল ঘটল নতুন বছরে, তা খোলসা করে বলেননি তৃণমূলের তারকা সংসদ।

ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার; সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনও কিছু করতে চলেছেন কি অভিনেত্রী?

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার