স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্দাইল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ আটক করেছে।
সোমবার(০৫ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় সীমান্ত থেকে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গান্দাইল হাটুভাংগা টিলা এলাকায় তাদের একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ (১টি বড়, ১টি ছোট ও ১টি বাছুর) আটক করতে সক্ষম হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান জানান, আটককৃত মহিষগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩