বড়লেখায় মাদক ব্যবসায়ীর ২ বছরের সশ্রম কারাদণ্ড

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২০ ডিসে ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ


বড়লেখায় মাদক ব্যবসায়ীর ২ বছরের সশ্রম কারাদণ্ড

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় সালেহ আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।

মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দণ্ডিত আসামি সালেহ আহমদ উপজেলার বড়ময়দান গ্রামের রব উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ১৫ মে রাতে বড়লেখা থানার এনআই জাহেদ আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই জাহেদ আহমদ গ্রেফতার আসামি সালেহ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী আইন কর্মকর্তা আইনজীবী গোপাল দত্ত জানান, রায় ঘোষিত হওয়ার পর দণ্ডিত মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার