বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ আগ ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ


বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে পৃথক মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিআর-১৯৪/২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সুজাউল গ্রামের ছিফত আলীর ছেলে সেলিম উদ্দিন, সিআর-২৯২/২৪ (বড়লেখা) মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার দক্ষিণভাগ গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে আছাই মিয়া এবং একই মামলার আসামি আছাই মিয়ার ছেলে হাসান আহমদ জাহেদ।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সিআর মামলা পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার