Social Bar
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় জিআর ও সিআর মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জানুয়ারি) দিবাগর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামলাল মালাকার, হেলাল মিয়া, আব্দুল হাফিজ ও নিজাম উদ্দিন।
পুলিশ জানায়, বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সার্বিক দিক নির্দেশনায় এএসআই হরিধন দেবনাথ, এএসআই উস্তার মিয়া, এএসআই উমা প্রসাদ তালুকদার, এএসআই রুবেল আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (০২ জানুয়ারি) দিবাগর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর-১৪৫/২২ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শ্যামলাল মালাকার, জিআর-১৪২/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি হেলাল মিয়া, জিআর-১২৫/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হাফিজ এবং জিআর-৬২/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম) বুধবার বিকেলে বলেন, জিআর ও সিআর মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) দিবাগর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩