বছর শুরু দেড় কোটি টাকার পণ্য আ ট কের মাধ্যমে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ জানু ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ


বছর শুরু দেড় কোটি টাকার পণ্য আ ট কের মাধ্যমে

স্টাফ রিপোর্টার:
বছরের প্রথম দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওয়তাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেন, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭০০ টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার