বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন তারেক রহমান

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ জানু ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ


বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া-৬ আসনে এবার মোট পাঁচজন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশির বরাদ্দ হয়েছে ‘হাতপাখা’। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নূরী পেয়েছেন ‘মই’ প্রতীক।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার সাতটি আসনের জন্য প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার