স্টাফ রিপোর্টার:
প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে চলে আসা তরুণী নাইকো দাসকে (১৯) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় জৈন্তাপুরের বিজিবি রাজবাড়ি ক্যাম্প সংলগ্ন ভারতীয় এসপি টিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়ন রাজবাড়ি বিওপির কমান্ডার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় জৈন্তাপুর গোয়াবাড়ী মুজিব নগর এলাকা থেকে নাইকো দাস (১৯) নামে ভারতীয় তরুণীকে আটক করে বিজিবির টহল দল। তিনি ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে।
আটকের পর তরুণী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের এক তরুণের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের সূত্রে প্রেমের টানে বাংলাদেশে আসেন তিনি।
জানতে চাইলে ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ী বিওপি কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতীয় তরুণীকে বিএসএফ সদস্যদের হাতে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩