নিউজ ডেস্ক:
স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। এ নিয়ে আপত্তি জানাতে গিয়ে নিজেই মার খেলেন ওই স্বামী। প্রেমিককে সঙ্গে নিয়ে প্রকাশ্যে স্বামীকে পেটালেন স্ত্রী। এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জালোনে। ভিডিও ছড়িয়ে পড়তেই তা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ঘটনাটি খবরের শিরোনামও হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একজন নারী ও এক যুবক মিলে এক ব্যক্তিকে মারধর করছেন। ঘটনাটি গত শনিবার সন্ধ্যায় জালোনে জেলার উরাই কোতোয়ালি এলাকার চুরখি রোডে ঘটেছে।
ওই নারী ও তার প্রেমিক রাস্তায় ঘুরছিলেন। তাদের একসঙ্গে দেখে ফেলেন নারীর স্বামী। ক্ষুব্ধ হয়ে তিনি প্রেমিককে ধরে মারধর শুরু করেন।
স্বামীকে বাধা দেওয়ার পরিবর্তে নারী তার প্রেমিককে রক্ষা করতে এগিয়ে আসেন। এরপর তিনি তার প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে লাথি ও ঘুষি মারতে শুরু করেন।
এই ঘটনা দেখতে আশপাশে লোকজন জড়ো হয়ে যায়। তবে তাদের থামাতে কেউ এগিয়ে আসেনি। নারী বা যুবকের আচরণের প্রতিবাদ করা তো দূরে থাক, উল্টো অনেকে নারীকেই সমর্থন করেন।
পুলিশ জানিয়েছে, দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। কানপুরের এডিজি স্থানীয় পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩