প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনির শিকার প্রেমিক
০৬ মার্চ ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন প্রেমিক সাব্বির (১৮)। এসময় একটি খেলনা পিস্তলসহ পুলিশ তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় রাত থেকেই দুদল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাব্বির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী মিথিলার (১৬) সঙ্গে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বির (১৮) গত ২০২১ সালে প্রেম করে পালিয়ে চলে যায়। পরে আবার তারা বাড়ি ফিরে আসে এবং যার যার মা-বাবার কাছে চলে যায়।
পরে ২০২৪ সালে পুনরায় তারা পালিয়ে নোটারি পাবলিক করে বিয়ে করে। এরপর মেয়ের বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায় গ্রহণ করেন।
এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার সময় ছেলেমেয়ে যোগাযোগ করে। ছেলেটি মেয়ের বাড়িতে যায়। তখন মেয়ের বাবা মো. আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন ও ছেলে রাশেদুল মিলে সাব্বিরকে আটক করে। তাকে বেধড়ক মারধর এবং একটি খেলনা পিস্তলসহ গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুদল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়।
দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে থাকে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে। বর্তমানে সে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় দুদল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার