Social Bar
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় গতকাল শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর থেকে জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছেন জাকির। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী ওই নারী।
এতে অভিযুক্ত জাকির অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন ওই নারী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গতকাল শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। পরে রাতেই অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ওই নারীর কাছে নানা প্রয়োজনের কথা বলে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে তার কাছে ধার নেওয়া অর্থ ফেরত চাইলে তাদের সম্পর্কের অবনতি ঘটে। এর পর থেকেই দূরত্ব বাড়তে থাকে দুজনের।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ রাত ৮টায় জাকির হোসেনের প্রতিষ্ঠিত কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের একটি শ্রেণিকক্ষে জাকির হোসেন ও তার সঙ্গে থাকা আরো কয়েকজনের সহযোগিতায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩