প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৯ ডিসে ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ


প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা :
মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণির এক ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপাড়া ইউনিয়নের ওই শিশুটি সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একই এলাকার মিঠুন মজুমদার (২৫) তাকে ভয় দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটি বিকেলে বাড়ি ফিরে গেলে তার পরিবার বিষয়টি বুঝতে পারে। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার