পৈত্রিক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
০৭ জানু ২০২৩, ০১:১০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক?:
পৈত্রিক জমি পরিদর্শন করলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈত্রিক জমি পরিদর্শন করেন তিনি।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।
এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সকল অনাবাদী পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার