Social Bar
স্টাফ রিপোর্টার:
বিএনপির ডাকা দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দাঁড়িয়ে থাকা এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের পাশে পার্কিং করা বাসটিতে আগুন দেওয়া হয়।
জানা গেছে, বাসটির মালিক কর্ণফুলী উপজেলার ২ নং বড় উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামের নুর জাফরের ছেলে নাঈম উদ্দিন। এর চালক আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মো. বশর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে তারা এসে আগুন নেভায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।
বাসের মালিক নাঈম উদ্দিন জানান, আমাদের গাড়ি সিরিয়াল অনুযায়ী তিনদিন বটতলী, তিনদিন বাঁশখালি, তিনদিন বরকল চলাচল করে। তাই একেক সময় একেক জায়গায় পার্কিং করা হয়। আজ ভোরে খবর পেলাম আমার গাড়িটাতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। গাড়িটি ২০২১ সালে আমি নতুন করে বাধিয়েছি। এটির মূল্য ২০ লক্ষ টাকা।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাতুল হাসান বলেন, ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২০-২৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ বলেন, ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩