Social Bar
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতা কাজী মঞ্জুর মোর্শেদ রাজু মারা গেছেন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, পুলিশের অভিযানের আশঙ্কায় তিনি দোতলার ছাদ থেকে নিচে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের ভাই কাজী শিপলু জানান, ওই সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল রাজুর বাসায় যায়। পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজু বাসায় নেই- এমন তথ্য পেয়ে ফিরে যান। তবে বিষয়টি না জেনে গ্রেপ্তারের আশঙ্কায় রাজু দোতলার ছাদ থেকে লাফ দেন। এ সময় বারান্দার সঙ্গে লেগে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজুর স্ত্রী সাথী খাতুন দাবি করেন, গত কয়েক বছর ধরে তার স্বামী রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাসায় গিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩