Social Bar
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকেই এই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি রয়েছে এবং নিরাপত্তাতল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
ইতিমধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে পুরোনো বিমানবন্দরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়, আবার অনেকে কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে এসেছেন। অনেকে লাল-সবুজের পোশাক পরেও উপস্থিত হয়েছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে এই জমকালো এয়ার শো আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছিল। তবে সকাল ১০টা ২০ মিনিটেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। তথ্যবিবরণীতে বলা হয়েছিল, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
অন্যদিকে, সরকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩