Social Bar
স্টাফ রিপোর্টার:
র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেছিলেন রফিক মিয়া (৪৭)। কিন্তু তিনি সফল হতে পারেননি। ধরা পড়েন র্যাবের হাতে। এরপর নিজ হাতে খাটের নিচ থেকে বের করে দেন বিদেশি মদ।
ধৃত রফিক মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার নুরু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলীভোগের ৩ তলা একটি বাড়িতে র্যাবের একটি টিম অভিযান চালায়। অভিযান টের পেয়ে রফিক মিয়া কৌশলে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।
পরে স্বাক্ষীদের উপস্থিতিতে রফিক মিয়া খাটের নিচ হতে নিজ হাতে ৯০ বোতল বিদেশি মদ বের করে দেয়। পরে মদসহ তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রফিক মিয়া র্যাবকে জানিয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে সে সীমান্ত এলাকা থেকে বিদেশি মদের বোতলগুলো সে কিনে নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩