Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেটের সাদাপাথরকাণ্ডে দুদকের বরাতে একটি দৈনিকে নেতাদের নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর প্রতিবাদে এবার রাজপথে নামছে সিলেট জামায়াত। তারা বিক্ষোভ মিছিল ও সামবেশের আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হবে এবং পরে একই স্থানে সামাবেশ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন সংস্থা তদন্ত করতে থাকে পুরো বিষয়টি। কয়েকদিন আগে দেশের একটি শীর্ষ স্থানীয় দৈনিক এ ব্যাপারে কয়েকজনের নামসহ একটি প্রতিবেদন প্রকাশ করে।
দুর্নীতিদমন কমিশন- দুদকের বরাতে প্রকাশিত সেই প্রতিদনে পাথর লুটকাণ্ডে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিনের নাম উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ জানান, কোনো ধরনের লুটপাটের সাথে জামায়াতের নেতৃবৃন্দ দূরে থাক কোনো কর্মীও জড়িত নয়।
আরও নানাভাবে তারা প্রতিবাদ করতে থাকেন। অবশেষে এবার তারা রাজপথে নামছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় কোর্ট পয়েন্টে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকর অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩