পর্যটনের বিকাশে মদ বিক্রি সহজ করল দুবাই

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ জানু ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ণ


পর্যটনের বিকাশে মদ বিক্রি সহজ করল দুবাই

আন্তর্জাতিক ডেস্ক:
পর্যটকদের আকৃষ্ট করতে নানা ধরনের সংস্কার অব্যাহত রেখেছে দুবাই। এরই ধারাবাহিকতায় এবার মদ বিক্রির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসল। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

রাজপরিবারের নির্দেশে সরকার মদ বিক্রির ওপর আরোপিত ৩০ শতাংশ কর বাতিলের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে মদের লাইসেন্সের জন্য নেওয়া মোটা ফিও বাতিল করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে যুক্ত দুবাইয়ে এ নিয়ম কার্যকর হয়। এ ঘোষণার ফলে এখন থেকে আরও কম খরচে মদ পাবেন দুবাই ভ্রমণে যাওয়া পর্যটকরা। যা দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

দুবাইতে বাড়ছে মদের ব্যবসা, রমজানেও বিক্রি হবে মদ
উপসাগরীয় কোনো দেশে মদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই অকল্পনীয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সরকার সেগুলোকে বাস্তবে রূপ দিয়েছে। সরকার সব উপায়ে পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। নববর্ষে এ ঘোষণার আগেই দুবাইয়ে অ্যালকোহল সংক্রান্ত নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে। রমজান মাসে দুবাইয়ে মদ বিক্রির ওপর আর নিষেধাজ্ঞা নেই। করোনা লকডাউন চলাকালীন, মদ হোম ডেলিভারিরও অনুমতি দেওয়া হয়েছিল। এটি অ্যালকোহল সম্পর্কিত সংযুক্ত আরব আমিরাত সরকারের একটি সাহসী সিদ্ধান্ত বলে মনে করা হয়।

অ্যালকোহল দুবাইয়ের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ
বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক দুবাই ভ্রমণ করেন। এ খাত থেকে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ আয় হয়। আয়ের এ ধারাকে অব্যাহত রাখতে নানা সংস্কারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে দেশটির সরকার। পর্যটকরা দুবাইয়ের অর্থনীতিতে অনেক অবদান রাখেন। যার কারণে অ্যালকোহলও দুবাইয়ের অর্থনীতির একটি বিশেষ অংশ হয়ে উঠেছে। সর্বশেষ সিদ্ধান্তটিও নেওয়া হয়েছে শুধুমাত্র পর্যটকদের আকৃষ্ট করার জন্য, যা সরকারও লাভবান হতে পারে।

দুবাইয়ে মদ পানে লাগবে কার্ড
আপনি যদি দুবাইয়ে মদ্যপান করেন, তবে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি প্লাস্টিকের কার্ড। এই কার্ডটি দুবাই পুলিশ দেয়। এই কার্ডটি দুবাইয়ে অ্যালকোহল কেনার অনুমতির মতো। আপনার যদি এই কার্ড থাকে তবেই আপনি মদ পাবেন। নাহলে আপনাকে জরিমানা করা হতে পারে। এমনকি গ্রেপ্তারেরও বিধান রয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার