Social Bar
স্পোর্টস ডেস্ক:
ডব্লিউডব্লিউইয়ের পে-পর-ভিউ ইভেন্টে গুন্থারের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন জন সিনা। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজয়ের মুখে পড়েন সিনা। এর মধ্য দিয়েই রেসলিং রিংকে বিদায় জানালেন এই কিংবদন্তি তারকা। হারলেও দর্শকদের দাঁড়িয়ে করতালিতে সম্মানিত হন তিনি।
ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল রেসলার জন সিনা ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জয় করেছেন। সর্বোচ্চবার ডব্লিউডব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তার নামেই। চলতি বছরে কোডি রোডসকে হারিয়ে ১৭তম বারের মতো এই শিরোপা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি। ইন্টারকন্টিনেন্টাল, ইউএস, ওয়ার্ল্ড হেভিওয়েটসহ সম্ভাব্য সব বড় শিরোপাই নিজের ঝুলিতে ভরেছেন সিনা। পাশাপাশি দুইবার রয়্যাল রাম্বল জয়ের কৃতিত্বও রয়েছে তার।
বিদায়ী এই ম্যাচে সিনাকে সম্মান জানাতে রিংয়ে হাজির ছিলেন বর্তমান ও সাবেক বেশ কয়েকজন জনপ্রিয় রেসলার। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠানো হয় ভিডিও বার্তা।
রেসলিং অঙ্গনের বাইরে থেকেও সিনার অবসরে সম্মান জানানো হয়েছে। তার বিদায় উপলক্ষে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। ‘জন সিনা’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেশন, যেখানে ক্লিক করলেই পুরো পেজটি মিলিয়ে যায়, যা প্রতীকীভাবে রিং থেকে জন সিনার বিদায়কে তুলে ধরেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩