স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে নতুন রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে এটি আমার প্রথম বৈঠক। আমরা বৈঠকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যু ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের কথা হয়েছে।
আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রসঙ্গ ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে কিমিনোরি বলেন, না। এ বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ ইস্যু করা না হলেও মন্ত্রণালয়ের টুইটে মোমেন-কিমিনোরির বৈঠকের দুটি ছবি প্রকাশ করে এক বার্তায় বলা হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩