পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি নির্বাচনের পর

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ ডিসে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ


পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি নির্বাচনের পর

স্টাফ রিপোর্টার:
পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের চূড়ান্ত শুনানি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির নতুন তারিখ হিসেবে আগামী ৫ মার্চ নির্ধারণ করে।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মতামত দেন যে পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দেওয়া সমীচীন হবে।

এদিন, অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতিকে বলেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাননা, যা নিয়ে প্রশ্ন ওঠে।

বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমূখী। দুই মাসে পর নির্বাচন। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে।

পরে, ব্যারিস্টার সারা হোসেন বলেন, সংবিধানের পরবর্তী সংশোধনে যাতে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অক্ষুণ্ণ থাকে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার