নেইমার কি ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকছেন, তার সামনে বড় চ্যালেঞ্জ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ জানু ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ


নেইমার কি ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকছেন, তার সামনে বড় চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফুটবল বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হওয়ায় চূড়ান্ত দল গঠনের প্রস্তুতিও জোরদার করেছে অংশগ্রহণকারী দেশগুলো। কে কে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাবেন—তা নিয়ে চলছে আলোচনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ক্ষেত্রে ঘুরেফিরে উঠে আসছে একই প্রশ্ন—নেইমার কি বিশ্বকাপ দলে থাকছেন?

এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেইমার নিজেও। সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর ২০২৫ সালটা তার জন্য সহজ ছিল না। চোট ও ফর্ম—দুটোর সঙ্গেই লড়াই করতে হয়েছে বছরজুড়ে। তবে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড দমে যাননি। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও মানসিক দৃঢ়তা ধরে রেখেছেন তিনি। বিশ্বকাপে খেলার স্বপ্নের পাশাপাশি নেইমারের বিশ্বাস—ব্রাজিল এবার ষষ্ঠবারের মতো শিরোপা জিতবে।

সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ‘কিংস লিগ’ টুর্নামেন্টে অংশ নেন নেইমার। ওই টুর্নামেন্টে তার দল শিরোপা জেতে। প্রতিযোগিতা শেষে সংবাদমাধ্যমে তিনি বলেন, ২০২৬ সালটা তারা ভালোভাবেই শুরু করেছেন এবং এখন লক্ষ্য জুন-জুলাই। তার বক্তব্যে বলা হয়, সবকিছু অনুকূলে থাকলে ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে—এমন বিশ্বাসই তাদের প্রেরণা।

নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শতভাগ ফিটনেসে ফেরা এবং ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করা। ২০২৩ সালের পর থেকে নেইমারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আনচেলত্তি শুরু থেকেই একটি বিষয়ে স্পষ্ট—শুধু যাঁরা শতভাগ ফিট, তারাই বিশ্বকাপ দলে জায়গা পাবেন। নাম বা অতীত সাফল্যের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

এই বাস্তবতায় সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই নেইমারের জন্য গুরুত্বপূর্ণ। তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো প্রতিযোগিতামূলক পর্যায়ে কার্যকর। সেরা ছন্দে ফিরেই কোচের আস্থা অর্জন করতে হবে।

নেইমারও জানেন, সামনে সুযোগ সীমিত। তবু দৃঢ় বিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি বিশ্বকাপের অপেক্ষায় আছেন। যে ট্রফিটি বারবার হাতছাড়া হয়েছে, সেটিকেই শেষবারের মতো ছুঁয়ে দেখার স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান এই তারকা। সম্ভবত এটিই হতে পারে তার জন্য সেই কাঙ্ক্ষিত শিরোপার শেষ সুযোগ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার