নির্বাচন না করতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৬ ডিসে ২০২৩, ০৪:৫৫ অপরাহ্ণ


নির্বাচন না করতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে ক্ষুদেবার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়।

আজ শনিবার জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এতথ্য জানা গেছে।

জিডি সূত্রে জানা যায়, গত বুধবার জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয় তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারপরেও যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয়স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার