নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না : শামা ওবায়েদ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ মার্চ ২০২৩, ১২:১১ অপরাহ্ণ


নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি:
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, এই সরকারের আমলে মালয়েশিয়া, কানাডা, আমেরিকাসহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকারের সচিব, এমপি-মন্ত্রীরা বাড়ি করেছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি উসুল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

শনিবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় অবস্থিত হেলিপোর্ট বাজারের কাছে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে হেলিপোর্ট বাজার থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, আজকে আবারও ফরিদপুরের মাটি থেকে আরেকটি মুক্তিযুদ্ধের ডাকের সময় এসেছে। আমার বাবা এখানে মুক্তিযুদ্ধ করেছিলেন। উনার মতো এখানে বহু সাধারণ মানুষ আছে যারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। কেন তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল? কথা বলার অধিকার, গণতন্ত্রের অধিকার, ভোটাধিকার তথা মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে সেই অধিকার পেতে। আজকে স্বাধীনতার ৫২ বছর পরও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, আজকে ১০ টাকা দামের চাল তো দূরের কথা ৮০ টাকা দামের চাল খেতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম ঊর্ধ্বমুখী। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আজকে না খেয়ে আছে। তেল, পানি, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গত এক মাসে বিদ্যুতের দাম দুই বার বাড়ানো হয়েছে। গত ১৩ বছরে ১০০ পার্সেন্টের বেশি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

শামা ওবায়েদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে আমাদের আন্দোলন চলছে। সাধারণ মানুষকে নিয়ে সেই আন্দোলনকে বেগবান করতে হবে। নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, এই সরকার এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়েছে তাতে বাংলাদেশকে ছোট করা হয়েছে। এতে প্রমাণিত হয় এই সরকারের কাছে কোনো কিছু নিরাপদ নয়।

তিনি বলেন, গত ছয় মাসে বিএনপির ৮০ হাজার নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। গায়েবি মামলার এক বাদী বলেছেন, ‘আল্লার কসম আমি মামলা করিনি’। অথচ ওই মামলার আসামি হিসেবে বিএনপির এক নেতাকে পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজায় নিয়ে যাওয়া হয়েছে।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ূমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা প্রমুখ।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 983 বার