নিজেকে সর্বকালের সেরা দাবি রোনালদোর
০৫ ফেব্রু ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :
বতর্মানে মাঠের খেলার চেয়ে তার মাঠের বাইরে বেফাঁস মন্তব্যে আলোচনায় বেশি থাকেন এই আল নাসর তারকা, হন সংবাদের শিরোনাম। কিছুদিন আগে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির চেয়ে নিজেকে সেরা দাবি করেছেন।
শুধু তা-ই নয়, প্রশ্ন তুলেছেন ফুটবল ব্যাক্তিগত সর্বোচ্চ সম্মাননা ব্যালন ডি’অরের মান নিয়ে। তিনি নিজেও পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন। হাসি মুখে সেটি গ্রহণও করেছিলেন। এবার শুধু মেসি নয়, নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার দাবি করেছেন ৪০ বছর বয়সি এই তারকা। আজ ৪০ বছরে পা দিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।
সোমবার স্প্যানিশ পডকাস্ট লা সেক্সতাকে এক সাক্ষাৎকার দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে মাঠ এবং মাঠের বাইরের অনেক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। অনেকে মতে, যা বেফাঁস মন্তব্যে। যদিও এসব গায়ে মাখছেন না রোনালদো এবং তার ভক্ত-সমর্থকরা। সেখানে নিজেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলার দাবি করে রোনালদো বলেন, ‘আমি মনে করি, আমি সর্বকালের সেরা খেলোয়াড়। এখানে সবার পছন্দ ভিন্ন হতে পারে। তবে আমি মনে করি এটা আমি।’ এমনটি মনে করার কারণ হিসেবে এই পর্তুগিজ তারকা বলেন, ‘ফুটবলে আমি সবকিছু করতে পারি। আমি ভালো হেডার, ভালো সেট পিস করতে পারি, ভালো বাঁ পায়ের শট সেরা এবং আমি দ্রুত বল নিয়ে দৌড়াতে পারি।’ এছাড়াও তিনি ফুটবল ইতিহাসের সেরাদের সেরা মেসি, মারাদোনা, পেলেকে নিয়ে বলেন, ‘আপনি মেসি, পেলে বা মারাদোনাকে পছন্দ করতে পারেন। কারণ এটি ব্যক্তিগত বিষয়। কিন্তু রোনালদো বলাটা মিথ্যা নয়। আমি সবার চেয়ে সেরা। আমি আমার চেয়ে ভালো খেলোয়াড় দেখিনি। আমি এটা বলতে চাচ্ছি।’
এছাড়াও রোনালদো জানিয়েছেন, ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে কাতালান ক্লাব বার্সেলোনা থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে রোনালদো বলেন, ‘আমি তখন স্পোর্টিং লিসবনে খেলছিলাম। তখন বেশ কয়েকটি ক্লাব আমার সাথে যোগোযোগ করেছিল। আমার মনে আছে বার্সেলোনা আমাকে সাইন করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। কারণ, তারা আমাকে চেয়েছিল পরের মৌসুমের জন্য। তার মধ্যে একটা ক্লাব (ম্যানইউ) এসে আমাকে সাইন করে নিল।’ অন্যদিকে আল নাসর এই তারকার মতে, যুক্তরাষ্ট্রের লিগ এমএলএস সৌদি লিগ থেকে পিছিয়ে আছে। যে লিগে খেলছেন মেসি, সুয়ারেজ-বুসকেটসসহ বড় বড় মহারথীরা। রোনালদো বলেন, ‘মানুষ কিছু না যেনেই মতামত দেয়, যদিও এটা স্বাভাবিক। মাঝে মাঝে আমার খারাপ লাগে, যখন মানুষ সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সম্পর্কে কথা বলে, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরব হওয়ায় মানুষ দেশটির লিগ নিয়ে একটু বেশিই অবজ্ঞা করে। তারা জানে না তারা কি বলছে। এখানে যারা খেলে, শুধু তারাই জানে লিগটির মান কতটা উন্নত। আপনাকে প্রাপ্য সম্মান দিতে হবে।’
গেল পরশু রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়াসলের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সেই ম্যাচে জোড়া গোলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর। তাতে হাজার গোলের দৌড়ে আরো এগিয়ে গেছেন এই পর্তুগিজ তারকা। বতর্মানে তার গোল সংখ্যা ৯২৩।
এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার