Social Bar
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর চক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরপর শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর।
গ্রেপ্তার নারী চোর চক্রের সদস্যরা হলেন, উল্লাপাড়া থানার দিন ঘাটিনা গ্রামের রনির স্ত্রী বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), জামালপুরের ইসলামপুর থানার মাহমুদপুর নতুন পাড়ার জহুরুল ইসলাম জুক্কুর স্ত্রী রুপালি খাতুন (৪০), একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রূপালী খাতুন (২৫), সাইদুল ইসলামের স্ত্রী মোরশেদা খাতুন (৩০), পাবনার ঈশ্বরদী থানার আটমাইল আজাহারপাড়া গ্রামের রাকিব হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (২১), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে শাবনুর খাতুন (২০), জামালপুরের ইসলামপুর থানার নতুন পাড়া গ্রামের জাহিদের স্ত্রী আনোয়ারা খাতুন (২০), একই থানার মাহমুদপুর নতুনপাড়া গ্রামের শামসুলের স্ত্রী আনজু খাতুন (৩৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার উত্তর সামস গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী নাসিমা খাতুন (২৭) ও জামালপুরের ইসলামপুর থানার জহুরুল ইসলাম জক্কুর মেয়ে রিক্তা খাতুন (১৪)।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, তাদের একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যাংক ও হাটবাজারে টার্গেট করে পকেট থেকে মানিব্যাগ, মহিলাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন। একজন নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের দশজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩