নারীর খাটের নিচে বিদেশি মদের ডিপো!

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৮ ফেব্রু ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ণ


নারীর খাটের নিচে বিদেশি মদের ডিপো!

স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জে এক নারীর খাটের নিচ থেকে বিদেশি মদের (অফিসার্স চয়েজ) অর্ধশতাধিক বোতল জব্দ করেছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জকিগঞ্জ থানাপুলিশের একটি দল উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রামের রিনা বেগমের (৪৮) বসতঘরে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা বেগমের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫৭ বোতল অফিসার্স চয়েজ জব্দ করা হয়েছে।

মামলা দায়েরপূর্বক রিনাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার