নলকূপের গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ জানু ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ


নলকূপের গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া ৩ বছরের শিশু মেজবাহকে উদ্ধার করা হয়েছে। এসময় শিশুটি অচেতন অবস্থায় ছিলো বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের কর্মকর্তারা।বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জোন-৩ এর উপ-সহাকরী পরিচালক আব্দুল মান্নান।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে শিশুটি গর্তে পড়ে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা ৩০ ফুট নিচে বাচ্চাটির অবস্থা শনাক্ত করেছি। পরে তাকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আলী বলেন, আমরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মৃত নাকি জীবিত তা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার করার পর জানাতে পারবেন।

গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

শিশুটির মা রাশেদা বেগম বলেন, ঘরের পাশে ঢালুস্থানে সরকারি প্রকল্পের টিউবওয়েলের জন্য তিন বছর আগে তৈরি করা হয়েছিল। সেখানে আমরা খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করেছি। আজ বিকালে আমি ঘরে ছিলাম। ছেলেটি পাশে খেলছিল। কখন পড়ে গেছে জানি না। পরে কান্না শুনে গিয়ে দেখি আমার ছেলেটি গর্তের ভিতরে। সে আম্মু, আম্মু বলে চিৎকার করছিল।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, একটি সরকারি প্রকল্পে গর্তটি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার