Social Bar
অনলাইন ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংকের শাখা থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে।
আজ সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই আনসার সদস্য হলেন- রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)। কিভাবে তাদের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে সেটা জানাতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ।
অগ্রণী ব্যাংকের রাধাগঞ্জ শাখার ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, আজ সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে এসে দেখেন, ব্যাংকের প্রধান গেইট খোলা। কোনো আনসারের সাড়াশব্দ নেই। এসময় ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। পরে নয়ন মিয়া পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী আঞ্চলিক শাখার মহাব্যবস্থাপক (জিএম) হাসিবুল হোসেন শান্ত জানান, ব্যাংকের সবকিছু ঠিকঠাক রয়েছে। ব্যাংকে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রঞ্জু এক বছরের অধিক সময় ধরে ব্যাংকটিতে কর্মরত ছিল এবং তৌহিদ প্রায় ৬ মাস ধরে ব্যাংকটিতে কর্মরত। এ বিষয়টি নিয়ে জেলার পুলিশ, ডিবি, সিআইডি কাজ করছে।
খুব দ্রুত সঠিক ঘটনাটি বেরিয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩