Social Bar
স্টাফ রিপোর্টার:
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’য়ের সেই ‘ঝিলিক’কের কথা মনে আছে তো? এ চরিত্রটিতে বেশ চমৎকার অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিথি বসু।
কিন্তু তাকে এখন আর তেমন অভিনয় করতে দেখা যায়না। বর্তমানে তিনি ব্যস্ত থাকেন ইউটিউব ভ্লগিংয়েই। কাজের প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়। তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত জীবন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রথমবারের মতো প্রেমিকের সঙ্গে আদুরে ছবিও পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়।
তবে ছবিতে প্রেমিকের মুখ আড়াল করে দিয়েছেন একটি স্টিকারে।
জানিয়েছেন, তিনি নজর লেগে যাওয়ায় খুবই বিশ্বাসী। তাই এখনই সম্পর্কটি পুরোপুরি প্রকাশ্যে আনতে চান না।
তিথি বলেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই দু’জনের ছবি প্রকাশ করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই হালকা ভাবে শেয়ার করলাম।’
তিনি আরও জানান, ভ্লগিং করতে গিয়েই পরিচয় শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে। একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তাদের প্রথম দেখা। ধীরে ধীরে সেই পরিচয়ই প্রেমে রূপ নেয়।
শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ। আগে চাকরি করলেও বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন। পাশাপাশি তিথির ভ্লগিংয়ে নিয়মিত সাহায্য করেন তিনি। দু’জনের রসায়ন বেশ জমে উঠেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।
তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি? সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিথি বসু। আপাতত প্রেম নিয়েই বেশ খুশি ‘ঝিলিক’।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩