ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ অক্টো ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ


ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থীকে সরে যেতে বললে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জেরে পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও পাল্টা হামলা চালান। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকেন।

দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা রাজি না হওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, ‘আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোববার এক ঘটনায় বিরোধে জড়ায়। সেই ঘটনার জের ধরে আজও তারা মুখোমুখি হয়। পুলিশ সরিয়ে দিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার