স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধ বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১১০টি নৌকা ও ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় ১২টি বারকি নৌকা এবং ২টি বাল্কহেড জব্দ করা হয়।
এছাড়া পাথর উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে ১জনকে আটক করে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধলাই নদীর সাদা পাথর, রোপওয়ে (বাংকার), ধলাই ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ১ জনকে আটক করে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। এসময় পাথর পরিবহনের কাজে ব্যবহৃত ১১০টি বারকি নৌকা ও বালু উত্তোলনের দায়ে ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়া ১২টি বারকি নৌকা এবং ২টি বাল্কহেড জব্দ করা হয়।কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, ধলাই ব্রীজ সংলগ্ন এলাকা থেকে লিস্টার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ক্ষতি করায় ৪টি লিস্টার মেশিন ধ্বংস এবং ২টি বাল্কহেড জব্দ করা হয়েছে। তাছাড়া বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর সাথে যারাই জড়িত থাকবে তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩