Social Bar
স্টাফ রিপোর্টার:
১৩ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় বরিশালে রাসেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। পাশাপাশি ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির। তিনি জানান, দণ্ডিত অপরাধী রাসেল বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রাম মসজিদ গলির সিদ্দিক স্বর্ণকারের ছেলে।
জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট প্রতিবেশীর ঘরে একা পেয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে রাসেল। ঘটনা ভিন্নখাতে নিতে শিশুর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সহযোগী পলাশ মোল্লার সহায়তায় ঘরের পেছনে আড়ায় ঝুলিয়ে রাখে। শিশু কন্যার মা ঘরে এলে দুজনকে পালিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ২৪ আগস্ট ওই শিশুর বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালত ১৪ জনের মধ্যে নয়জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি পলাশ মোল্লা শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছে।
রায়ের সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩