ধর্ষণে অভিযুক্ত বাবা, পালাতে সহায়তা করায় ছেলে গ্রেপ্তার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ মার্চ ২০২৫, ০১:২৮ অপরাহ্ণ


ধর্ষণে অভিযুক্ত বাবা, পালাতে সহায়তা করায় ছেলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক বাবা ফিরোজ মিয়াকে পালাতে সহায়তা করায় এবং গ্রাম্য সালিসে প্রভাব বিস্তার করায় ছেলে সাব্বির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে মেহেরপুর জেলার গাংনি উপজেলার রামনগর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদরাসার এক ছাত্রীকে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিস করে।
সালিসে ধর্ষককে দেড় লাখ জরিমানা করা হয়। ঘটনার ১৯ দিন পর ৮ মার্চ শিশুটির মা ৫ জনের নাম উল্লেখ করে আরো ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান। ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে গ্রাম্য সালিসে প্রভাব বিস্তার করে এবং বাবাকে পালাতে সহায়তা করে বলে পুলিশ জানায়।

বুধবার (১২ মার্চ) সাব্বির হোসেনকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ জানিয়েছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত সাব্বিরকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো বিচারক বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠান। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এদিকে বুধবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব ভুক্তভোগী শিশুটির বাড়িতে যান।

তিনি শিশুটির পরিবারকে আইনি সহায়তা পেতে এবং আসামিদের গ্রেপ্তারে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 983 বার