ধর্ষকদের শাস্তির দাবিতে শাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
০৯ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ণ


শাবি প্রতিনিধি:
দেশব্যাপী ধর্ষণ, হত্যা, অরাজকতা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার জেরে বিক্ষোভ সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা। শনিবারর (৮ মার্চ) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হল ও মেয়েদের হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দেন তারা ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে কখনো ভাবতে পারিনি। আজ আমরা এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছি। আমরা চাই একটা ধর্ষকও যেন আর মুক্ত বাতাসে না ঘুরে।
স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে তারা আরও বলেন, আমরা এই নরপশুদের ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি চাই। যদি শাস্তি দিতে না পরেন তাহলে পদত্যাগ করতে বাধ্য হবেন।
তারা বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এ অন্তর্র্বতী সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চাই। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার