দোয়ারাবাজার সীমান্তে চোরাই গরুর চালান জব্দ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৭ সেপ্টে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ


দোয়ারাবাজার সীমান্তে চোরাই গরুর চালান জব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় চোরাই গরুর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সীমান্ত পিলার ১২৩০/৮- এস এর ৫শ” গজ বাংলাদেশ অভ্যন্তরে বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৪টি চোরাই গরু আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপি’র টহলদল।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার