দোয়ারাবাজারে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
২১ অক্টো ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ণ
দোয়ারাবাজার সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ আব্দুল জলিল (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালিপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র।
জানা যায়, রবিবার(২০ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার-বাঁশতলা সড়কের মৌলারপাড় ব্রিজের উপর থেকে ৪০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আব্দুল জলিলকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই সুমন চন্দ্র দেব।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার