দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তারা ভানু নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের হারিছ আলীর স্ত্রী।
মৃতের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, জমি নিয়ে নিহতের পরিবারে দ্বন্ধ ছলছিল দীর্ঘদিন ধরে। একপর্যায়ে শত চেষ্টার পরেও গত শনিবার রাতে স্থানীয় সালিশের মাধ্যমে বিরোধটি মীমাংসা হয়নি। পরে অভিমান সইতে না পেরে ওই রাতের কোনো এক সময়ে পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির সামনে আমগাছের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তারা বানু। এদিকে রাত ২টার দিকে নিহতের ছেলে আব্দুল বাতেন স্থানীয় মাহফিল থেকে ফেরার পথে বাড়ির সামনে এসে তার বৃদ্ধ মাকে আম গাছের সাথে ঝুলন্ত দেখে চিৎকার দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩