দুধে বিষ মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যাচেষ্টা, পলাতক পুত্রবধূ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ


দুধে বিষ মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যাচেষ্টা, পলাতক পুত্রবধূ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিষ দিয়ে শ্বশুর-শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। ভুক্তেভোগীদের অভিযোগ, পুত্রবধূ দুধের সঙ্গে বিষ মিশিয়ে তাদের হত্যা চেষ্টা করেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত পুত্রবধূ।

মঙ্গলবার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুরে সেহেরি খাওয়ার সময় এ ঘটনা ঘটে। পারিবারিক বিরাধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শ্বশুর আবদুল জলিল বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল ছেলে নাসির উদ্দিনের স্ত্রী শ্যামলী খাতুনের সঙ্গে। মঙ্গলবার ভোরে ছেলেসহ আমাদের সেহেরি খেতে দেয় শ্যামলী। খাওয়ার পর প্রথমে আমার স্ত্রী মাশিদা বেগম ও পরে আমি অসুস্থ হয়ে যায়। পরে প্রতিবেশীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আমি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারলেও আমার স্ত্রী এখনও হাসপাতালে ভর্তি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যের কর্তব্যরত চিকিৎসক মাকসিদুল আলম বলেন, ‘৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।’

বাঘা থানা ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার